রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের দাফন সম্পন্ন

কলারোয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের দাফন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি,কলারোয়াঃ কলারোয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন শুক্রবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্ন……….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো-৭৫বছর, তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ঈদগাহ মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন-তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল আমিন হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিয্দ্ধোা আব্দুল গফ্ফার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ই্উনুচ আরী, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান, সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, সোনাবাড়ীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, মরহুমের ছেলে পুলিশ সদস্য জাহিদ হোসেন, মাস্টার আব্দুল মান্নান, শিক্ষক মাওলনা কামরুজ্জামান সহ অন্যান্য মুসল্লিগণ । জানাজার পূর্বে জাতীয় পতাকায় ঢাকা মরদেহের খাটিয়ায় পুষ্পমাল্য অর্পন করা হয়। উপজেলা সহকারী কমিশনার আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করেন। জানাজার নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: