রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ায় আমন ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করলেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কলারোয়ায় আমন ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করলেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি

বিশেষ প্রতিনিধি,কলারোয়াঃ ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ডিসেম্বর) সকাল ১০টার দিকে কলারোয়া খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে এর উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি। উপজেলা ধান/চাল সংগ্রহ অভিযান কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুদ্দীন মোড়ল, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, দৈনিক কালের চিত্র পত্রিকার সাংবাদিক সরদার জিল্লুর রহমান, মিল মালিক সমিতির সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিক মোল্লা, মিলার তরিকুল ইসলাম, কৃষক আতিয়ার রহমান, মীর শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, আবুল হোসেনসহ উপজেলার বিভিন গ্রাম থেকে আসা প্রান্তিক চাষীরা ও মিলার বৃন্দ। উদ্বোধণী অনুষ্ঠানে কৃষক আতিয়ার রহমানের ধান ক্রয়ের মাধ্যমে ধান ও চাল সংগ্রহের শুভসূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য গুদাম কর্মকর্তা আমিনুদ্দীন মোড়ল বলেন- এ বছর উপজেলার তালিকাভুক্ত ১১শ’ প্রান্তিক চাষীদের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ৬৫২ মেট্রিক টন আমন ধান ও মিলারদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে ৫৩৮ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, কোন প্রকার ঝামেলা ছাড়াই প্রকৃত কৃষক গণ তাদের উৎপাদিত ধান গুদামে বিক্রয় করতে পারবেন। রোববার (৫ডিসেম্বর) থেকে ধান ও চাল ক্রয় উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু আর ২৮ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: