রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

কলারোয়ায় রোকেয়া দিবস ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

কলারোয়ায় রোকেয়া দিবস ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কলারোয়ার পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, উপজেলা সহকারী প্রাথমিক অফিসার সন্তোষ কুমার, উপজেলা সাজেদা উন্নয়ন পরিষদের সভানেত্রী লাতিফা আক্তার হেনা, কলারোয়া উপজেলা উন্নয়ন পরিষদের পরিচালক আব্দুস সালাম, কলারোয়া পৌরপ্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী প্রমুখ। আলোচনা সভা শেষে ৫ নারী জয়িতার হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। শেষ্ঠ সম্মাননা পাওয়া নারীরা হলেন-অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী উপজেলার জালালাবাদ গ্রামের সালমা খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী উপজেলার সোনাবাড়ীয়্া গ্রামের শাহনাজ সুলতানা, সফল জননী নারী উপজেলার জালালাবাদ গ্রামের হোসনেয়ারা বেবী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছে যে নারী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শান্তা পারভীন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার ধানদিয়া গ্রামের শিখা রাণী চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক বেলাল হোসেন ।অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার জানান, “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কর্মসূচিতে ২০২১-২২ অর্থবছরে উপজেলা পর্যায়ে বাছাইকৃত পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: