সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

কলারোয়ায় নাশকতা মামলা তুলে নিতে সন্ত্রাসীরা ওয়ার্ড আ.লীগের সভাপতি ও তার ছেলেকে পিটিয়েছে

কলারোয়ায় নাশকতা মামলা তুলে নিতে সন্ত্রাসীরা ওয়ার্ড আ.লীগের সভাপতি ও
তার ছেলেকে পিটিয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় নাশকতা মামলা তুলে নিতে ওয়ার্ড
আ.লীগের সভাপতি ও তার ছেলেকে পিটিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার(২১ডিসেম্বর)বিকেলে আহত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি উপজেলার
যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামের মৃত আব্দুল কাদের গাজীর ছেলে মুনছুর
আলী গাজী জানান-২০১৩ সালে তার বাড়ীতে হামলা করে বসত ঘরে আগুন দিয়ে
জ্বালিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় সন্ত্রাসীদের নামে কলারোয়া থানায় একটি
নাশকতা মামলা দায়ের হয়। যার মামলা নং-১২, তারিখ-৯মার্চ-২০১৩। ওই মামলার
চার্জশীট ভুক্ত আসামী শফি মোল্লা ও আতাউর মোল্লা দীর্ঘ দিন ধরে মামলা
তুলে নিতে হুমকি দিয়ে আসছে। গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সরসকাটিতে
বাজার করতে যাওয়ার পথে শফিকুল ইসলামের দোকানের সামনে যাওয়া মাত্রই
শফিকুলের নেতৃত্বে আতাউর, ফজলু, বজলু ও আমিরুল লাঠি সোটা নিয়ে তাদের উপর
হামলা করে। এসময় তাদের সন্ত্রাসী হামলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি
মুনছুর আলী গাজী (৫৮) ও তার কলেজ পড়–য়া ছেলে রাসেল (২১) জখম হয়। ওয়ার্ড
আওয়ামীলীগের সভাপতি মুনছুর আলী গাজী আরো জানান-হামলা কারীরা সকলে জামায়াত
ও বিএনপির নেতাকর্মী। ২০১৩সালে যুগিখালীতের ব্যাপক ভাবে তান্ডপ চালিয়ে শত
শত মানুষের বাড়ী ঘর ভাংচুর ও আগুন নিয়ে জ্বালিয়ে দিয়েছে তারা। আর এখনও
আওয়ামীলীগ ক্ষমতায় থাকার পরেও আ.লীগ নেতা কর্মীদের উপর হামলা অব্যহত
রেখেছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য
জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: