সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.
মুরাদ হাসানের বিরুদ্ধে সাতক্ষীরায় মামলা

সাতক্ষীরা সংবাদদাতা।।
ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে
সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাতীয়তাবাদি
আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ থেকে মানহানির
মামলা দায়ের করা হয়েছে।
জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির সদস্য ও
জাসাস এর সাবেক সভাপতি এ্যাডভোকেট সৈয়দ এখলেছার আলী
বাচ্চু বাদী হয়ে গতকাল বুধবার (২২ ডিসেম্বর) সাতক্ষীরা চীফ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। চীফ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ হুমায়ন কবির শুনানী
শেষে পরে আদেশ দিবেন বলেন জানান। বাদী পক্ষে আদালতে মামলাটি
দাখিল করেন জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার
সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ।
মামলার বাদি এ্যাড. এখলেছার আলী বাচ্চু জানান, বিএনপি’র
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ও
তার দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ
বক্তব্য দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসান।
বিএনপির একজন কর্মী হিসেবে তার বক্তব্য আমাদেরকে মানসিকভাবে
তীব্র আঘাত করেছে। তাই ১৮৬০ সালের পেনাল কোড ১৫৩(ক),৫০৫ (ক) ও
৫০৯ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদি
আইনজীবী ফোরাম, সাতক্ষীরা ইউনিটের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
মামলার আইনজীবী এড. আব্দুল মজিদ জানান, পেনাল কোডের
কয়েকটি ধারায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে করা মানহানির
মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে
জানিয়েছেন।
মামলার সাক্ষী জাতীয়তাবাদি আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির
সদস্য এড. এবিএম সেলিম জানান, মেধাবী আইনজীবী ব্যারিস্টার
জাইমা রহমানের বিরুদ্ধে ডা. মুরাদ হাসান যে আপত্তিকর মন্তব্য
করেছেন,সেটি দু:খজনক। আমরা আদালতে তার বিচার চেয়েছি



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: