একটু মানবিক সহযোগিতায় বেঁচে যেতে পারে বেনাপোলের রুবেল

মো. রাসেল ইসলাম:
একটু মানবিক সহযোগিতায় বেঁচে যেতে পারে বেনাপোলের রবিউল ইসলাম রুবেল এর জিবন।আমি বাঁচতে চাই, গরিব হিসেবে নয়, আমাকে মানুষ হিসেবে ভালবাসুন, একটু সাহায্য করুন, একটু হাত বাড়িয়ে এগিয়ে আসুন। হাসপাতালের বিছানায় শুয়ে খালি ওষুধের প্যাকেট ধরে শুধু কাঁদছেন রুবেল। বেঁচে থাকার এমন আর্তনাদ শুধু অসুস্থ রুবেলের নয় গোটা পরিবারেরও। তবে আর্থিক দিক দিয়ে অসচ্ছল এই পরিবারের কাছে কান্না আর আর্তনাদ জানানো ছাড়া যেন আর কিছুই করার নেই। তবে আশা ছাড়েননি, পরিবারটি এখনো স্বপ্ন দেখেন সুস্থ হয়ে আবারো হাস্যজ্জল ভাবে চলাফেরা করবেন তাদের আদরের ছেলেটি।
রুবেলকে বাঁচাতে ৪ হাজার টাকা প্রয়োজন। অসহায় হয়ে হাসপাতালের বেডে শুয়ে সমাজের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অসুস্থ রুবেল ও তার মা।
সাহায্য পাঠানোর বিকাশ নম্বর: 01640133643।
Comments are Closed