রবিবার, মে ১৯, ২০২৪

দামুড়হুদার জয়রামপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা ঝাপান।

দামুড়হুদার জয়রামপুরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা ঝাপান।

ইমরান হোসেন চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের গাতিপাড়া ও মালিতা পাড়া যুব সমাজের সমন্বয় গত রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হয় বিলুপ্ত হয়ে যাওয়া সেই গ্রাম বাংলার ঐতিহ্য বাহি সাপখেলা ঝাপান। উক্ত খেলায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ পরিচিতি পাওয়া দুটি দল। একটি হল দামুড়হুদা উপজেলার তারানিপুর এর নজরুল ইসলামের দল অপরটি হল দামুড়হুদা উপজেলার হগল ডাঙ্গা মন্টু মিয়ার দল। এখানে উভয় দলের দু ডর্জন সাপ নিয়ে খেলা শুরু হয়। গান ও নাচের তালে তালে সাপ খেলা দেখানোর মগ্ন হয় উভয় খেলোয়াড়রা। এ প্রতিযোগিতাপূর্ণ খেলায় যে দল এর সাপ বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সে দল জয়লাভ করবে। জয়-পরাজয়ের এ খেলায় জয় লাভ করে তারা নিপুরের নজরুলের দলয় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওলি ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুল হক আরশাদ। উক্ত খেলায় সভাপতিত্ব করেন হাওলি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রায়হানুল ইসলাম রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওলী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইয়াছিন আলী, গণমাধ্যম কর্মী ইমরান হোসেন, জামাল, শাহীন, কাওসার আলী, রেজাউল, বিপ্লব, শাহীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাইরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ইয়াসিন আলি, কালাচাঁদ মিয়া, মিজানুর রহমান, মিনা, রহিম, মিনা , আলিফ হোসেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: