শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

কলারোয়ার ডিজিটাল আইনে মামলায় জামিন আবেদন না মঞ্জুর, জন মনে স্বস্তি

কলারোয়ার ডিজিটাল আইনে মামলায় জামিন আবেদন না মঞ্জুর, জন মনে স্বস্তি।
কলারোয়া ব্যুরোঃ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাধীন কলারোয়া পৌর সভার ৭ নং মুরারি কাঠি ওয়ার্ডের , মৃত বাবুর আলী সানার জৈষ্ঠ পুত্র মোঃ আমজাদ সানা (৫০) ও একই গ্রামের মৃত মোমিন গাজির পুত্র নেছার আলী (৫৩),
কলারোয়া উপজেলা পরিষদের সুযোগ্য মাননীয় উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম লাল্টুর বিরুদ্ধে গত ০৯/০৮/২০২১ তারিখ এক যোগ “নিউজ অফ কলারোয়া নামক ফেসজবুক – অনলাইন ফায়দালুট শিরনাম
পোটাল থেকে জল বদ্ধতা সৃষ্টি করে এক মিথ্যা আক্রমনাত্মক অত্যন্ত মানহানিকর প্রকাশ করিলে,মাননিয় উপজেলা চেয়ারম্যান কলারোয়া থানায় সাধারণ ডায়েরি নং ৩৯৮ তাং ০৯/০৮/২০২১ ক্যাল করেন। পরবর্তীতে ১২/০৮/২০২১ তারিখ উল্লিখিত বিরুদ্ধে কলারোয়া থানায় এজাহার দাখিল করিলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জনাব মীর খায়রুল কবির এজহার গ্রহন করিয়া এটাল নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, ২০১৮/২৫/ (১) ২৯ ( ১) ৩১ (২) ধারায় উল্লেখিত আসামিদের গ্রেফতার কোরিয়া সাতক্ষীরা আমলি আদালতে প্রেরন করিলে গ্রেফতারকৃত ২ জনকে ‘ সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরন করেন, আসামিদের অন্যান্য সহযোগীরা গত ১৬/০৮/ ২১ তাং আসামিদের জামিনের জন্য আমলি আদালতে আবেদন করে বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিন আবেদন না মঞ্জুর করেন। পরবর্তীতে আসামিদের অন্যান্য সহযোগীরা পুনরায় জামিন পাওয়ার আশায় মাননীয় জেলা জজ বাহাদুরের আদালতে মিস কেস -৪৭২ তাং ১৮/০৮/২০২১ দায়ের করেন। জেলা জজ বাহাদুর ১৯/০৮/২১ তাং শোনানীর জন্য দিন ধার্য করেন। বিজ্ঞ জজ বাহাদুর অনুমান ২টার দিকে আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে, পরবর্তী দিন ধার্য করেন। পরবর্তী দিন এ রিপোর্ট লেখা পর্যন্ত না জানা যায়নি। জেলা জজ বাহাদুরের জামিন আবেদন নামঞ্জুর করার সংবাদ এলাকায় পৌঁছালে এলাকাবাসী মিষ্টি বিতরণ করা সহ এলাকার শান্তি থাকবে বলে স্বস্তি প্রকাশ করেন।কারণ হিসেবে এলাকাবাসী জানায় আসামিরা এত বেশি বেপরোয়া যে, যামিন পেলে যে কোন সমায় তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। সেহেতু যামিন না দেওয়ায় জেলাজজ বাহাদুর কে এলাকা বাসি অভিনন্দন জানিয়েছেন, সাথে সাথে দুরত বিচার শেষ করিয়া আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: