শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

সাতক্ষীরার আশাশুনি থেকে মুর্তি চুরির অভিযোগে নারী আটক

সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের দু’টি মূর্তি চুরি হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধহাটা থেকে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ আগষ্ট) বিকালে বুধহাটা দুর্গা মন্দিরের পাশে বাবার বাড়ির এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নারীর নাম মনিকা দেবনাথ (৪৫)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের মৃত রনজিৎ দেবনাথের স্বামী পরিত্যাক্তা মেয়ে।

কাপসন্ডা সার্বজনীন মন্দিরে সাধারণ সম্পাদক মেধস ব্যানার্জি জানান, বাবু ঢালি নামে এক কবিরাজ মনিকা দেবনাথের বাড়িতে যায়। অসুস্থ্য ভাই ব্রজেন দেবনাথকে চিকিৎসা করতে। এ সময় মনিকা নিজেই একটি কৃষ্ণমূর্তি ও নারায়নের মূর্তি চার হাজার টাকা দিয়ে কিনেছেন বলে কবিরাজকে জানিয়ে ঘর থেকে পিতলের কৃষ্ণমূর্তি এবং পাথরের নারায়নের মূর্তি টি এনে দেখায়। তিনি বাড়ি এসে বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানানোর পর পুলিশকে অবহিত করা হয়।

এক সপ্তাহ ধরে যাচাই-বাছাই শেষে বুধবার বিকালে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবিরের নির্দেশে এসআই জাহাঙ্গীর হোসেন এবং এসআই মামুনের নেতৃত্বে পুলিশ মনিকার বাড়ি থেকে তাকে আটক করে। পরে থানায় এসে জিজ্ঞাসাবাদকালে কাপসন্ডা সার্বজনীন মন্দির থেকে হারিয়ে যাওয়া দুটি মূর্তির বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন তিনি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী পরিত্যাক্তা মনিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবে কারা মূর্তি চুরির সাথে জড়িত সেটি খুঁজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: