শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনকে সংবর্ধনা

সাতক্ষীরায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীনকে সংবর্ধনা

সাতক্ষীরা সংবাদদাতা।।
বিগত ২০১৩-১৪ সালে সাতক্ষীরায় মেয়েদের ফুটবল খেলা সহজ
ছিলোনা। অনেক প্রতিকূলতা পার করে আমি প্রতিষ্ঠিত হয়েছি।
আমাদের এখানে মেয়েদের খেলার উপযোগী একটি মাঠ দরকার। যাতে
মেয়েরা আরও বেশি ফুটবলের প্রতি আগ্রহী হয়ে উঠে। তবে আমরা
যতো কষ্ট করে উঠে এসেছি। নতুনদের এতো কষ্ট করতে হবে না। যে
সময় মেয়েরা ফুটবল খেলতে আগ্রহী হয় তাদের অভিভাবকরা খেলতে দিতে
পারেন। দেশ অনেক এগিয়ে যাচ্ছে। ফুটবল খেলা পেশা হিসেবে নেওয়া
যেতে পারে। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি যতোদিন দলে
থাকি নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি। সাতক্ষীরা জেলা
প্রশাসনের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী নারী ফুটবল
চ্যাম্পিয়নশীপ দলের অন্যতম ডিফেন্ডার সাতক্ষীরার কৃতি সন্তান
মাসুরা পারভীন এসব কথা বলেন।
রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাফ বিজয়ী নারী
ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার ও তার পরিবারের সদস্যদেরকে সাতক্ষীরা
জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক
মোহম্মাদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে সাতক্ষীরা-২ আসনের সংসদ
সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সংবর্ধনা অনুষ্ঠানে
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী
আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, জেলা ক্রীড়া
সংস্থার সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক
(ভারপ্রাপ্ত) মাহমুদ হাসান মুক্তি, সাবেক ফিফা রেফারি তৌয়েব
হাসান শামসুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান
প্রিন্স, ফুটবলার মাসুরার গর্বিত বাবা রজব আলী প্রমুখ।
মাছুরা আরো বলেন, আমার নিজ জেলা সাতক্ষীরায় আমাকে যেভাবে
সংবর্ধিত করা হলে তা চির স্মরনীয় হয়ে থাকবে। সাতক্ষীরাসহ

দেশবাসির ভালোবাসায় আজ বাংলাদেশ নারী ফুটবল টিম বিজয় উল্লাস
প্রকাশ করছে। সংবর্ধনা অনুষ্ঠানে মাসুরা পারভীনের পরিবারের সদস্যরা
উপস্থিত ছিলেন। এসময় মাসুরা পারভীনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে
একটি ক্রেস্ট ও নগদ ১লাখ টাকা অনুদান দেওয়া হয়।
সাতক্ষীরা জেলা জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, সাফজয়ী দলের
অন্যতম ডিফেন্ডার মাসুরাকে সংবর্ধনা দিতে পারে জেলা প্রশাসন
আনন্দিত। মাসুরা পারভীন ও তার পরিবারের পাশে থাকার আশ^াস দেন
তিনি। এছাড়া সাবিনা ও মাসুরাকে পরবর্তীতে আরো বড় পরিসরে
সংবর্ধনা দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি ও জেলা প্রশাসক
হুমায়ুন কবির মাছুরা পারভীন ও তার পিতাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নারী ফুটবলার মাছুরা পারভীনের হাতে মহান স্বাধীনতার স্মৃতি
জাতীয় পতাকা সম্বলিত ক্রেস্ট তুলে দেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।
প্রধান অতিথি মাছুরা পারভীনকে আর্থিক সহায়তা দেওয়ার প্রত্যয়
ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ও জেলা
প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির মাছুরার বাড়ির তৈরীর জন্য ৮ শতক
খাস জমি বন্দোবস্ত দেয়ার ব্যবস্থাসহ তাদের সার্বিক সহযোগিতার
আশ^াস দেন।
প্রসঙ্গত, সাফ জয়ের পর নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা
পারভীন ২৯ সেপ্টম্বর নিজ জেলা সাতক্ষীরায় ফেরেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: