শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

সাতক্ষীরায় চুরি হওয়া মহেন্দ্র উদ্ধার,চোর চক্রের তিন সদস্য আটক

সাতক্ষীর সংবাদদাতা:
সাতক্ষীরায় চুরি হওয়া একটি মহেন্দ্র উদ্ধার ও সঙ্ঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। রোববার রাতে পাটকেলঘাটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, চট্রগ্রাম জেলার ফটিকছড়ি থানার বুড়োফকির গ্রামের শামছুর আলমের ছেলে মোঃ আলী বাবু (৩৩)। সে বর্তমানে খুলনার সোনাডাঙ্গা থানার আল ফারুক মাদ্রাসা খোড়াবস্তি এলাকার জার্মান সাহেবের বাড়ির ভাড়াটিয়া, খুলনার কয়রা থানার শাহামত আলী গাজীর ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও একই থানার নারায়নপুর গ্রামের শহিদুল ইসলাম সরদারের ছেলে হযরত আলী (৩০)। এছাড়া সাতক্ষীরা সদও এলাকার বাবু নামের আরেক আসামী পলাতক রয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা সদর থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসাইন জানান, চলতি মাসের ২৬ তারিখে সাতক্ষীরার বাঁকাল ডিসি ইকো পার্কের সামনে থেকে চালককে অচেতন করে একটি মহেন্দ্র চুরি কওে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোর চক্রের সদস্যরা। এঘটনার পর ওই মহেন্দ্র চালক অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।

এই মামলার প্রেক্ষিতে সদর থানার পুলিশে পরিদর্শক (ইন্টেলিজেন্স) বিশ্বজিৎ এর নেতৃত্বে থানার একটি চৌকস দল মামলাটি তদন্তকালে প্রযুক্তি ব্যবহার করে প্রথমে মোঃ আলী বাবুকে রোববার রাতে গ্রেফতার করে। তারই স্বীকারোক্তি মোতাবেক আরো দুইজনকে গ্রেফতার করা হয়। পরে রাতেই পাটকেলঘাটা বলফিল্ড এলাকা হতে ছিনতাই হওয়া মাহিন্দ্রটিকে উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, আটককৃত আসামিরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পূর্ব পরিকল্পনা মোতাবেক চালককে টাইগার (এনার্জি ড্রিংক) এর সাথে ঘুমের ঔষধ মিশিযে পান করিয়ে অচেতন করে মহেন্দ্র গাড়ি ও মোবাইল ফোন চুরি করে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: