বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

সুইজারল্যান্ডকে হারিয়ে ব্রাজিলের রেকর্ড, নিশ্চিত নকআউট পর্ব

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান.
চলমান কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের দ্বারা অব্যাহত রাখল ব্রাজিল। ক্যাসিমিরোর একমাত্র গোলে সুইসদের হারিয়েছে সেলেসাওরা। এই জয়ে নিশ্চিত হয়ে গেল ব্রাজিলের নকআউট পর্ব। সে সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সুইজারল্যান্ডের বিপক্ষে না পাওয়া জয়ের দেখাও পেয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সোমবার (২৮শে নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪ এ শুরু হয় ম্যাচটি। ১-০ গোলে সুইদের হারায় ব্রাজিল। অবশ্য জয়টি ২-০ গোলের হতে পারতো। ৬৪ মিনিটে গোল করেছিল ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ‘ভিএআর চেকে দেখা যায় গোলটি অফসাইডে ছিল।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জি গ্রুপের প্রথম দল ও চলমান বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। প্রথম দল হিসেবে নকআউট পর্বে যায় ফ্রান্স।

এর আগে বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের সঙ্গে দুইবার দেখা হলেও একবারও সুইসদের হারাতে পারেনি। ১৯৫০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অনুষ্ঠিত ওই দুই ম্যাচই ড্র হয়। তবে এবার সে খরা কাটিয়ে রেকর্ড গড়ল সেলেসাওরা।.



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: