শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া থেকে ১৬ জেলে আটক

সাতক্ষীরা সংবাদদাতা:
বনবিভাগের পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাদারবাড়িয়া এলাকা থেকে ট্রলার সহ ১৬ জেলেকে আটক করেছে স্মার্ট পেট্টল টিমের সদস্যরা। সুন্দরবনের অভয়ারন্য অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার সময় সোমবার ভোর ৬টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা থানার রায়েন্দা গ্রামের জালাল খার ছেলে মিরাজ খাঁ, হাবিব খলিফার ছেলে কামরুল ইসলাম, মৃত ইয়াছিন মোল্যার ছেলে সেলিম মোল্যা, ওয়াজেদ এর ছেলে মোঃ নয়ন, মৃত রহমান মোল্যার ছেলে রফিক মোল্যা, হাবিব খনের ছেলে সবুর খান, জামাল খানের ছেলে ইমাম খান, মৃত শরিফ খানের ছেলে আব্দুর রহমান, মোঃ কাছিম খানের ছেলে কালু খান, মৃত নেছার উদ্দিন হাকিমের ছেলে আব্দুল হাকিম, মৃত আশরাফ আলীর ছেলে মোঃ হারুন, আব্দুল হকের ছেলে মোঃ রিয়াজ, আব্দুল মান্নানের ছেলে মোঃ মিরাজ, মোঃ কবির হোসেন এর ছেলে মোঃ ইমাম হোসেন এবং লক্ষীপুর জেলার আলেকজেন্ডার থানার আলেকজেন্ডার গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মোঃ ফিরোজ হোসেন ও কক্সবাজার জেলার কক্সবাজার থানার টেকপাড়া গ্রামের মোঃ সুলতানের ছেলে মোঃ আবুল কাশেম।

বনবিভাগ সূত্র জানায়, বনবিভাগের পশ্চিম সুন্দরবন আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের মাদারবাড়িয়া এলাকার অভয়ারন্য অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ করে একদল জেলেরা মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে স্মার্ট পেট্টল টিমের দলপতি বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) সুলতান আহমেদের নেতৃত্বে ভোর সাড়ে ৬টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এসময় স্মার্ট পেট্টল টিমের সদস্যরা সেখান থেকে ১৬ জেলেকে আটক সহ তাদেও ব্যবহৃত ১টি ট্রলার ও জাল সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম,এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: