রবিবার, মে ১৯, ২০২৪

যশোর ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩ বেনাপোলে শুভ উদ্বোধণ

মোঃ সাহিদুল ইসলাম শাহীনঃ-যশোর ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩ বেনাপোলে শুভ উদ্বোধণ হলো আজ। উদ্বোধণ করেন মোঃ আসাদুজ্জামান মিঠু(সভাপতি,যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশন)। “ক” এবং “খ” দুটি গ্রুপে লীগ খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধণী খেলায় অংশ নেয়-“শেকড়” যশোর বনাম “ভোরের পাখি ক্রীড়া সংগঠন”।

 

শনিবার(৯ ডিসেম্বর) বেনাপোলের ঐতিহ্যবাহী খেলার মাঠ “বেনাপোল বলফিল্ড”এ বিকাল ৩’৩০ মিনিটের দিকে উদ্বোধণের এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার আলোচনা মঞ্চে প্রধান অতিথি হিসেবে ছিলেন-শার্শা উপজেলার নির্বাহী অফিসার- নারায়ন চন্দ্র পাল(যশোর জরুরী মিটিং থাকায় আসতে পারেননি)।

 

বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন-বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া(বদলীজনিত কারণে থাকতে পারেন নি)

,মোঃ সাব্বির আহম্মেদ পলাশ(চেয়ারম্যান,২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩),মোঃ সাহিদুল ইসলাম বাচ্চু(সাবেক “ফিফা” রেফারী ও সদস্য,২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩,কমিটি),মোঃ মাসুদ আক্তার বাবু খান(বিশিষ্ট সমাজ সেবক,সিএন্ডএফ ব্যবসায়ী ও সদস্য,শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ,আহবায়ক কমিটি), মোঃ সাহিদুল ইসলাম শাহীন(সভাপতি,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল),মোঃ মনির হোসেন(সহঃ সভাপতি,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল), মোঃ আসাদুজ্জামান রিপন(যুগ্ম সাধারণ সম্পাদক,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল), বেনাপোল পৌর স্বেচ্ছা সেবকলীগ সভাপতি- জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক-মোঃ কামাল হোসেন ও দপ্তর সম্পাদক- নাজিম উদ্দিন রাব্বি।

 

উদ্বোধণী ফুটবল ম্যাচটিতে “শেকড়” যশোর একাদশ-০১ এবং “ভোরের পাখি ক্রীড়া সংগঠন”-০১ গোল দিয়ে খেলার সমাপ্তি টানে।

 

খেলায় প্রধান রেফারী হিসেবে দায়িত্ব পালণ করেন-মোঃ শফিকুল ইসলাম মিঠু।

সহকারী রেফারী ছিলেন- মোঃ সাইফুল ইসলাম,নাহিদ হাসান ও মোঃ মিজানুর রহমান।

 

ধারা ভাষ্যই ছিলেন-ডাঃ আবু রায়হান(কিংরাজ),মহির উদ্দিন মাহি এবং সুলতান মাহমুদ(বাঘারপাড়া নিউজ ফেইজবুক লাইভ)।

 

বেনাপোলে অনুষ্ঠিত বৃহত্তর এই লীগ খেলার সার্বিক পরিচালনা এবং ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন-মোঃ আশরাফুল আলম উজ্জল(ভেণ্যু চেয়ারম্যান,২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩ ও উপদেষ্টা,ফুটবল রেফারীজ এসোসিয়েশন,শার্শা,যশোর) এবং সাব্বির আহম্মেদ পলাশ(চেয়ারম্যান,২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩)।

 

মিডিয়া কাভারেজ করেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাংবাদিকবৃন্দ- মোঃ আরিফুল ইসলাম সেন্টু(বাংলা টিভি চ্যানেল),মোঃ রাসেল ইসলাম(গ্লোবাল টিভি),লোকমান হোসেন রাসেল(দৈনিক যশোর বার্তা),মোঃ জসিম উদ্দিন,

মোঃ আশরাফুল ইসলাম(যায়যায়দিন) ও শামীম হোসেন নয়ন।

 

২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩ খেলায় দুটি ভেণ্যুতে যাদের মধ্যে ফুটবল প্রতিযোগীতায় অনুষ্ঠিত হবে-বেনাপোল বলফিল্ড মাঠে “খ” গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে-৯/১২/২০২৩(শেকড়,যশোর বনাম ভোরের পাখি ক্রীড়া সংগঠন),১০/১২(সুতিঘাটা খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম রিতু স্মৃতি সংসদ,১১/১২(ভোরের পাখি ক্রীড়া সংগঠন বনাম তির্যক যশোর),১২/১২(শেকড়,যশোর বনাম রিতু স্মৃতি সংসদ),১৩/১২(সুতিঘাটা খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম তির্যক যশোর),১৪/১২(ভোরের পাখি ক্রীড়া সংগঠন বনাম রিতু স্মৃতি সংসদ),১৭/১২(রিতু স্মৃতি সংসদ বনাম তির্যক যশোর),১৮/১২(সুতিঘাটা খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম ভোরের পাখি ক্রীড়া সংগঠন),১৯/১২(শেকড় যশোর বনাম তির্যক যশোর),২১/১২(সুতিঘাটা খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম শেকড় যশোর)।

 

অপরদিকে,বাঘারপাড়া পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে “ক” গ্রুপে যারা খেলবেন-১০/১২/২০২৩(বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম উপশহর ব্রাদার্স ইউনিয়ন),১১/১২(ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ বনাম মান্নান ইসহাক ট্রাষ্ট একাদশ),১২/১২(সৃস্টি যশোর বনাম উপশহর ব্রাদার্স ইউনিয়ন),১৩/১২(বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম মান্নান ইসহাক ট্রাষ্ট একাদশ),১৪/১২(সৃস্টি যশোর বনাম ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ),১৫/১২(উপশহর ব্রাদার্স ইউনিয়ন বনাম মান্নান ইসহাক ট্রাস্ট একাদশ),১৭/১২(মান্নান ইসহাক ট্রাষ্ট একাদশ বনাম সৃস্টি যশোর),১৮/১২(উপশহর ব্রাদার্স ইউনিয়ন বনাম ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ),১৯/১২(বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম সৃস্টি যশোর),২১/১২(ভাষা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ বনাম বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি)।

 

দুটি ভেণ্যুতে খেলা প্রতিদিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য,এবার যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশন এর সিদ্ধান্ত অনুযায়ী ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩ অনুষ্ঠিত হবে দুটি ভেণ্যুতে। একটি অত্র জেলার শার্শা উপজেলার “বেনাপোল বলফিল্ড মাঠে” এবং অপরটি একই জেলার বাঘারপাড়া উপজেলার “বাঘারপাড়া পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে”। বিষয়টি জানিয়েছেন-মোঃ আব্দুল মান্নান(আহবায়ক,ফিকচার ও বাইলজ কমিটি,২য় বিভাগ ফুটবল লীগ-২০২৩)।

 



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: