চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
ইমরান হোসেনঃ চুয়াডাঙ্গার দর্শনার বারাদী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী মারা গেছেন। তারা অবৈধভাবে গরু আনার জন্য ভারতে ঢুকেছিলেন।
শনিবার দিবাগত রাতের যে কোনও সময় তারা বিএসএফের গুলিতে মারা গেছেন। নিহতদের মরদেহ ভারতীয় পুলিশ নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ। তিনি জানান, দর্শনা থানার অধীন ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৮) ও শরিয়তুল্লাহর ছেলে খাজা মইনউদ্দিন (৩০) গরু ব্যবসায়ি।ওসি বিপ্লব কুমার নাথ আরও জানান, গরু আনার জন্য তারা ভারতে গিয়েছিলেন। গতরাতের যে কোনো সময় তারা বিএসএফের গুলিতে নিহত হন। তাদের লাশ ভারতীয় পুলিশ নিয়ে গেছে। সেখানে ময়না তদন্তের পর ভারতীয় পুলিশ লাশ ফেরত দিতে পারে।
Comments are Closed