শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

যশোরে ৩০টি বোমা ও দেড় কেজি গান পাউডার উদ্ধার করেছে র‌্যাব

মো. জাকির হোসেন,স্টাফ রিপোর্টার:
যশোর জেলার অভয়নগর থানাধীন এলাকা থেকে বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পার বাড়ির পাশ থেকে ৩০টি বোমা ও দেড় কেজি গান পাউডার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৬)।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত যশোর-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মাহাফুজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে শফিকুল ইসলাম শপ্পার বাড়ির পাশের ডোবা থেকে এসব উদ্ধার করা হয়। পরে র‌্যাবের বোমা ডিসপোজাল টিম বোমাগুলো নিস্ক্রিয় করে।

অভিযান শেষে র‌্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহম্মেদ বলেন, বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটনোর উদ্দেশ্যে শক্তিশালী এ ৩০টি বোমা তৈরি করেছিলো শফিকুল ইসলাম শপ্পা।

তিনি আরও জানান, গত ১৪ সেপ্টেম্বর নিজ ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হয় বোমা কারিগর শফিকুল ইসলাম শপ্পা। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান তিনি। এ ঘটনার পর থেকে র‌্যাবের গোয়েন্দা টিম ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যে র‌্যাব যশোর-৬ এর অভিযানিক দল শুক্রবার সকাল থেকে অভিযান শুরু করে। পরে তারা ওই ডোবা থেকে ৩০টি বোমা ও দেড়কেজি গান পাউডার উদ্ধার করে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: