রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

সমঝোতার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের দাবি

বেনাপোল টিভি রিপোর্ট:
সমঝোতার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বর্তমান ধারায় সরকারি দলের পছন্দের বাইরে নির্বাচন কমিশন গঠনের সুযোগ নেই। সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ছাড়া আইন করে নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হবে না।’

শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা মিলনায়তনে ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশন। এখানে সভাপতির বক্তব্যে সাইফুল হক আরও বলেন, ‘গণআন্দোলন-গণসংগ্রামের অভিমুখে রাজপথে সরকারকে পিছু হটাতে না পারলে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মেরুদণ্ডসম্পন্ন নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারসহ কিছুই অর্জন করা যাবে না।’

সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের লিখিত বক্তব্য পড়ে শোনান তাদের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী।

অধিবেশন পরিচালনা করেছেন পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান। এতে আরও বক্তব্য রেখেছেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, সজীব সরকার রতন, নির্মল বড়ুয়া মিলন, সিকদার হারুন মাহমুদ, এ্যাপোলো জামালী, ফিরোজ আহমেদ, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, জুই চাকমা, অরবিন্দু বেপারী বিন্দু প্রমুখ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: