রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

সাতক্ষীরায় হাসপাতালের পলেস্তারা খসে পড়ে বৃদ্ধার মাথায় ২৮ সেলাই

সাতক্ষীরা সংবাদদাতা:
নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে চিকিৎসার জন্য নিয়ে এসে সাতক্ষীরা সদর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে মাথায় পড়ে দাদী আয়সা খাতুন মারাত্মক আহত হয়েছেন। বৃদ্ধার মাথায় ২৮টি সেলাই দেয়া হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুরের দিকে সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে এঘটনা ঘটে।

গুরুতর আহত বৃদ্ধা আয়েসা খাতুন (৬০) সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামের মোঃ আব্দুল জব্বারের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানায়, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে চিকিৎসার জন্য সদও হাসপতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের সামনের কর্ণিশের পলেস্তারা খসে বৃদ্ধার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক ভর্তি কওে তার মাথায় ২৮টি সেলাই দেয়া হয়।

শনিবার দুপুরে এঘটনার পর অনেকটাই গোপনে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন। তবে সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন সাফায়েত এঘটনা সত্যতা স্বীকার করে হাসপাতালের দূর্বল ছাদ সংস্কারের জন্য আজই সরকারের উচ্চ পর্যায়ে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, আহত বৃদ্ধার চিকিৎসার সকল ব্যবস্থা নেয়া হয়েছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: