রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

‘শাহিন’-এর তাণ্ডবে ওমান-ইরানে নিহত বেড়ে ১২

বিদেশ ডেস্ক:
মৌসুমি ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর তাণ্ডবে বিপর্যস্ত ওমান ও ইরান। রবিবার ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে এটি। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড়ের কারণে ওমানের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় কয়েক লাখ বাসিন্দা। ভারী বৃষ্টিতে রাজধানী মাস্কাটের বিভিন্ন জায়গা তলিয়ে গেছে পানিতে। সড়কে গাড়ি ভেসে থাকতে দেখা গেছে।

ওমানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, যারা পানিবন্দি হয়ে পড়েছেন তাদের উদ্ধারে নেমেছেন সেনা সদস্যরা। পানি অপসারণ এবং পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে প্রশাসন। প্রায় দুই হাজার সাতশ’ মানুষকে জরুরি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। দুর্গম অঞ্চলের বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে নির্দেশ দিয়েছে সরকার।

এদিকে ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে ৬ জন মারা গেছেন। বাকিরা ওমানের। এদের সবাই জেলে বলে ধারণা করা হচ্ছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ঝড় ও ভারী বৃষ্টিতে অনেক জায়গার বৈদ্যুতিক ব্যবস্থা এবং সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: