রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

রাশিয়ায় স্কাইডাইভার বহনকারী বিমান বিধ্বস্ত, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ায় মেনজেলিনস্ক শহরে বিমান বিধ্বস্তে ১৬ জন নিহত হয়েছেন। রবিবারের দুর্ঘটনায় আহত হন আরও ৭ জন। দেশটির জরুরি মন্ত্রণলায়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রুশ সংবাদমাধ্যম আরটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, দ্য এল-৪১০ মডেলের বিমানটি মেনজেলিনস্ক থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিধ্বস্ত হয়। খবরে জানা গেছে, বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

বিমানে ২৩ জন আরোহী ছিলেন। এদের অধিকাংশই স্কাইডাইভার ছিলেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট আকারের বিমানটি ১৯৭০ সালে চেক রিপাবলিকে তৈরি হয়। গত মাসের সেপ্টেম্বরে সাইবেরিয়ার দক্ষিণ-পূর্বে একই ধরনের একটি বিমান বিধ্বস্তে ১২ জন প্রাণ হারান।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: