রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

সার্বিয়াতে প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ শ্রমিক পাঠানোর আহ্বান

ইউরোপের দেশ সার্বিয়াতে বাংলোদেশি দক্ষ শ্রমিক পাঠাতে প্রাতিষ্ঠানিক মেকানিজম প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন ওই দেশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিক।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাজধানী বেলগ্রেডে সার্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সৌজন্য সাক্ষাৎকালে এ কথা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিয়ার উচ্চাকাঙ্খী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রচুর মানবসম্পদের প্রয়োজন রয়েছে উল্লেখ করে এ কে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে আইটি প্রফেশনাল, ইলেকট্রিশিয়ান, প্লাম্বারসহ অন্যান্য দক্ষ শ্রমিক নেওয়ার আহবান জানান।

এসময় কোভিড চ্যালেঞ্জ সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে প্রশংসা করেন সার্বিয়ার প্রেসিডেন্ট।

রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসানসহ অন্যান্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ন্যাম জোটের ৬০তম পূর্তি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রী বেলগ্রেড সফর করছেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: