রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

চাকরি হারালেন প্যারাগুয়ের আর্জেন্টাইন কোচ

বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার কাছে ৪-০ তে উড়ে গেছে প্যারাগুয়ে। হারের ঘণ্টা খানেক পরেই দলটির আর্জেন্টাইন কোচ এদুয়ার্দো বেরিজ্জো পান দুঃসংবাদ। তাকে ছাঁটাই করার ঘোষণা দিয়েছে প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন।

প্রায় আড়াই বছরেরও বেশি সময় এই দলটির দায়িত্ব সামলেছেন বেরিজ্জো। কিন্তু এই হারের পর তার ওপর আর আস্থা রাখতে পারেনি কর্তৃপক্ষ। ১০ দলের লাতিন অঞ্চলের বাছাইয়ে এখন আটে অবস্থান করছে তারা।

প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘আমরা তার সাফল্য কামনা করি। আগামী কয়েক দিনের মধ্যেই কোচিং স্টাফের নতুন সদস্যের নাম জানিয়ে দেওয়া হবে।’

কলম্বিয়ান হুয়ান কার্লোস ওসোরিও পদত্যাগের পর ২০১৯ সালে প্যারাগুয়ের দায়িত্ব পান বেরিজ্জো। এই সময়ে ৫১ বছর বয়সী কোচ জয় পান ৭টিতে। বিপরীতে তার অধীনে প্যারাগুয়ে ড্র করেছে ১৩টি, হেরেছে ১১টি ম্যাচ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: