শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ধর্ষণকারীদের কঠিন শাস্তির দাবীতে যশোরের রাজগঞ্জ চৌরাস্তা মোড়ে মানববন্ধন

রাশেদ আলী,বিশেষ প্রতিনিধি: নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের বিচারের দাবিতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজগঞ্জ সামাজিক সংগঠন।

রাজগঞ্জ সামাজিক সংগঠন যশোর শাখার উদ্যোগে শনিবার বিকাল ৩টায় রাজগঞ্জ চৌরাস্তা মোড়ে কবি সন্তোষ দত্তের সভাপতিত্বে মামুনুর রশীদ লাল্টুর পরিচালনায় দুি ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যশোরের ও স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক পেশার রাজনৈতিক দলের নেতাকর্মী অংশ নেন।

এসময় বক্তরা বলেন, সারা দেশের ধারাবাহিক ধর্ষণের ঘটনার সঙ্গে কোনো না কোনো ক্ষমতাবান ব্যক্তি বা গোষ্ঠী সম্পৃক্ত। নিপীড়ন ও ধর্ষণকারীরা জানেন তাদের কোনো বিচার হবে না, শাস্তি হবে না। এ কারণেই তারা যা খুশি তাই করছেন। বিগত বছর চেয়ে চলতি বছরে ধর্ষণ অনেক গুন বেড়ে গেছে। ধর্ষণের হাত থেকে সমাজকে বাঁচাতে হলে সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।মানববন্ধন শেষে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল শুরু হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা করেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ লতিফ,যশোর জজ কোর্টের এডভোকেট রুহিন বালুজ,বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুজ্জামান মিলন,অগ্রগামী সস্থার নির্বাহী পরিচালক হোসনেয়ারা রিমা,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অলিউজ্জামান রাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি রবিউল যশোর ইসলাম রবি,কৃষক লীগের উপজেলা সাধারণ সম্পাদক আবুল ইসলাম,সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল চন্টা,ছাত্র লীগ নেতা সালমান ফারসি,ঐক্য বন্ধন সভাপতি মাহমুদ হাসান সোহাগ,বিন্দু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পার্থ অসিম সহ প্রমুখ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: