রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

শপথ নিলেন কলারোয়ার ৯ ইউপি চেয়ারম্যান ও ১০৭ সদস্য

কলারোয়ার ৯ ইউপি চেয়ারম্যান ও ১০৭ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। বুধবার সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলার ৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।

শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হলেন- ১নং জয়নগর ইউনিয়নের বিশাখা তপন সাহা, ২নং জালালাবাদ ইউনিয়নের মাহফুজুর রহমান নিশান, ৩নং কয়লা ইউনিয়নের শেখ সোহেল রানা, ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের সহকারী অধ্যাপক আবুল কালাম, ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের বেনজির হোসেন হেলাল, ৭নং চন্দনপুর ইউনিয়নের ডালিম হোসেন, ৯নং হেলাতলা ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন, ১১নং দেয়াড়া ইউনিয়নের মাহবুবুর রহমান মফে, ১২নং যুগীখালী ইউনিয়নের রবিউল হাসান।

এদিকে বিকাল ৩টায় কলারোয়া উপজেলাধীন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সদস্যগনের শপথ গ্রহন কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এসময় শপথ গ্রহন করছেন ৯টি ইউনিয়নের ১০৮ জন ইউপি সদস্য। তারমধ্যে পুরুষ ৮১ জন এবং সংরক্ষিত আসনে নারী ২৬ জন।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর প্রথম ধাপে কলারোয়া উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেদিন ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে ভোট বন্ধ হওয়ার কারণে ঐ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্য সহ ৩ জনের ফলাফল ঝুলে থাকার ফলে ঐ ইউনিয়নে নির্বাচিত বাকীদের গেজেট প্রকাশিত হয়নি।
এছাড়াও ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের (৪,৫,৬) সংরক্ষিত নারী আসনে ২ জন প্রার্থী সমান সমান ভোট পাওয়ার কারণে সেই ওয়ার্ডে পূনঃনির্বাচন হওয়ার কারণে এখনও গেজেট হয়নি।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: