রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

পলিথিন লাইনারযুক্ত পাটের ব্যাগে ভর্তুকি বাতিলের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

পলিথিন লাইনারযুক্ত পাটের ব্যাগ স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় বলে অভিমত দিয়েছে মন্ত্রিসভা। এ কারণে রাসায়নিক সার প্যাকেজিংয়ে পলিথিন লাইনারসহ পাটের ব্যাগ ব্যবহারে ভর্তুকি প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেণ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ের মন্ত্রিসভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সচিব জানান, ২০১৭ সালে আমাদের একটি সিদ্ধান্ত ছিল রাসায়নিক সার প্যাকেজিংয়ে পলিথিন লাইনারসহ মানসম্পন্ন পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে বিজিএমসিকে সরকার একটা ভর্তুকি দেবে। এটা ছিল ২০১৭ সালের সিদ্ধান্ত। তবে বিশেষজ্ঞদের মতে, পলিথিন লাইনারসহ পাটের ব্যাগ স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। এ ব্যাগে সারের গুণাগুণও কমবে। যার নেতিবাচক প্রভাব পড়বে শস্যের ওপর। এ জন্য এ ব্যাগ আনা যাবে না।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: