শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

বেলীদাস পাড়া পূঁজা মন্ডপে ঢেউ টিন বিতরন করলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ২২ শে অক্টোবর মহাষষ্টির মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বিদের শারদীয় দূর্গা পূঁজা। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বিদের পূঁজোর শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সেই সাথে তিনি উৎসবের সফলতাও কামনা করেন।

এবারকার পূঁজা মন্ডপ গুলোয় সরকারী অনুদানের পাশাপাশি অনেকের পক্ষ থেকেও অনুদান দিতে দেখা গেছে। অত্র উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে আজ সোমবার(১৯ অক্টোবর) সকালের দিকে তার উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বেলীদাস পাড়া পূঁজা মন্ডপে তিনি দুই বান ঢেউ টিন বিতরন করেন।

কলারোয়া উপজেলার প্রাঙ্গন থেকে চেয়ারম্যানের নিকট থেকে টিন গুলি গ্রহন করেন বেলীদাস পাড়া পূঁজা মন্ডপের সভাপতি এবং সাধারন সম্পাদক।

উল্লেখ্য,বেলীদাস পাড়া পূঁজা মন্ডপটি অর্থায়নের অভাবে খোলামেলা জায়গায় পূঁজার অর্চনার কাজ চলে আসছিল। রোদ-বৃস্টির কারনে পুঁজা মন্ডপটি ক্ষতিগ্রস্থ হওয়ায় কমিটি’র পক্ষ থেকে উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু এর নিকট আবেদন করলে তিনি নিজ উদ্যোগে ঐ পূঁজা মন্ডপের জন্য দুই বান ঢেউ টিন বিতরনের ব্যবস্থা নেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: