রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

আজারবাইজানের সেনা সদস্যরা দুই দেশের সীমান্ত লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। এই ঘটনায় নিজের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন তিনি। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স সোমবার এই তথ্য জানিয়েছে।

আরেক রুশ বার্তা সংস্থা আরআইএ আর্মেনিয়ার নিরাপত্তা কাউন্সিলকে উদ্ধৃত করে জানিয়েছে রবিবার সীমান্ত লঙ্ঘনের ঘটনা ঘটে। তবে তারপরই ওই এলাকা ছেড়ে যায় আজেরি বাহিনী। এনিয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি আজারবাইজান।

কী পরিমাণ আজেরি সেনা সীমান্ত লঙ্ঘন করেছিল সে বিষয়ে কিছু জানাননি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোশ পাশিনিয়ান। তবে নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে তিনি বলেছেন, এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন তিনি।

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলে গত বছর ৪৪ দিন ধরে লড়াই করে আর্মেনিয়া ও আজারবাইজান। এতে প্রায় সাড়ে ছয় হাজার মানুষের মৃত্যু হয়। শেষ পর্যন্ত এতে জয়ী হয় আজারবাইজান। রাশিয়ার মধ্যস্ততায় এক শান্তি চুক্তির মাধ্যমে ওই যুদ্ধের অবসান হয়। চুক্তির আওতায় ওই এলাকায় এক হাজার ৯৬০ জন শান্তিরক্ষী মোতায়েন করে মস্কো।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: