রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

জাপানি ২ শিশুকে সাড়ে ১১টার মধ্যে হাজিরের নির্দেশ

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশু কন্যাকে (জেসমিন মালিকা ও লাইলা লিনাকে) আজ বেলা সাড়ে ১১টার মধ্যে আদালতে হাজির করতে তাদের বাবাকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেন।

শিশু দুটির বাবা শরীফ ইমরানের বিরুদ্ধে জাপানি মায়ের আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

দুই শিশুকে রবিবার রাত ১০টার মধ্যে মায়ের কাছে দেওয়ার কথা থাকলেও দেননি বাবা শরীফ ইমরান। এই নির্দেশনা না মানায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রবিবারই জানিয়েছেলেন এরিকোর আইনজীবী।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রবিবার সকালে দুই দিনের জন্য দুই শিশুকে মায়ের কাছে দেওয়ার নির্দেশ দেন। আদালত বলে, ‘দুই দিন শিশুরা মায়ের কাছে থাকবে।’

এরপর ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ঠিক করে দেন আদালত।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: