সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

কলারোয়ায় পুর্বশত্রুতার জেরে কৃষককের ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ

কলারোয়ায় পুর্বশত্রুতার জেরে কৃষককের ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পুর্বশত্রুতার জের ধরে এক কৃষককের জমির ফসল নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বাদী হয়ে ন্যায় বিচার চেয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটেছে-শুক্রবার(১৭ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেড়াঘাট মাঠে। অভিযোগ সুত্রে ও ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের মৃত কেরামত আলী মোড়লের ছেলে কৃষক গোলাম সরোয়ার (৫৫) জানান-প্রতিপক্ষ মতিয়ার রহমান, শওকত আলী, আতিয়ার রহমানের সাথে দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধপূর্ন জমি স্থানীয় ভাবে সালিশে আপোষ মিমাংসা করে নেয়া হয়। সে অনুযায়ী তিনি তার ভোগ দখলে থাকা জমিতে চাষবাদ করে আসছেন। হঠাৎ শুক্রবার (১৭ডিসেম্বর) বিকালে ওই প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে লোহার শাবল, ধারালো দা ও দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে চেড়াঘাট মাঠে অনধিকার ভাবে প্রবেশ করে জমিতে থাকা রোপনকৃত পটল, ঝাল, রসুন ও পেয়াজ ক্ষেত থেকে উপড়ে ফেলে নষ্ট করে দেয়। যা প্রায় ৫৫হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এসময় তারা জোরপুর্বক ওই জমির মাঝখান দিয়ে বেড়া দেয়। লোক মুখে কৃষক গোলাম সরোয়ার জানতে পেরে মাঠে এগিয়ে গেলে তারা তার উপর চড়াও হয়ে খুন জখমের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেয়। পরে বিষয়টি নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের আলাপ আলোচনা করে কলারোয়া থানায় একটি অভিযোগ দেন নিরহ কৃষক গোলাম সরোয়ার।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: