সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে ডিআরইউ’র শোক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও দি ফিনান্সিয়াল হেরাল্ড পত্রিকার সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আজ শনিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল রোববার দুপুরে নামাজে জানাযা শেষে রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, রিয়াজ উদ্দিন আহমেদ গত ১১ ডিসেম্বর, শনিবার করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: