সোমবার, মে ২০, ২০২৪

শুভেচ্ছায় সিক্ত পত্রদূত

যাত্রা শুরুর অঙ্গীকারে ২৭ বছর আগে যাত্রা শুরু করেছিল পত্রদূত। দীর্ঘ ২৭ বছরের পথ চলায় লাখো পাঠকের আস্থা ও ভালবাসায় সিক্ত হয়েছে পত্রদূত। অসত্যের শেকল ছেড়ার দৃঢ় প্রত্যয়ে টিকে থাকার লড়াইয়ে পত্রদূত থেকেছে বরাবরই আপোষহীন। বদলে যাওয়া সংবাদ জগতের সঙ্গে তাল মিলিয়ে নিজস্ব ধারা ধরে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে পত্রদূত পা রেখেছে ২৮-এ।

করোনাকালে দক্ষিণাঞ্চলের গণমানুষের দৈনিক পত্রদূত এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে সীমিত পরিসরে। সন্ধ্যায় দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজদ, ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগ নেতা ডা: সুব্রত ঘোষসহ পত্রদূত পরিবারের সদস্যদের নিয়ে জন্মদিনের কেক কাটেন।
পরে পত্রদূতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানানো হয়। সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় পত্রিকার জন্মদিনে শুভেচ্ছা জানান নানা শ্রেণি পেশার মানুষ। পাঠক, গ্রাহক ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। মোবাইল ফোনে, ফেসবুক পেজে জন্মদিনের প্রথম প্রহর থেকেই অগণিত পাঠক হৃদয় নিঙড়ানো শুভেচ্ছা জানান প্রিয় পত্রিকাকে।

রবিবার সন্ধ্যায় সম্পাদক মন্ডলীর সভাপতি আনিসুর রহিম, উপদেষ্টা সম্পাদক আবুল কালম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, সহকারী সম্পাদক সাখাওয়াউল্যাহ, সুদয় কুমার মন্ডল, সহকারী সম্পাদক (সাহিত্য) গাজী শাহজাহান সিরাজ, ম্যানেজার এসএম রফিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার এড: খায়রুল বদিউজ্জামান, চীফ রিপোর্টার আব্দুস সামাদ, অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদারসহ পত্রদূতের সকলকে ফুলেল শুভেচ্ছা জানান কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন।

এরপর একে এক ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগ নেতা ডা: সুব্রত ঘোষসহ অন্যরা। এরপর শুভেচ্ছা জানান নিউজ বাংলা টুয়েন্টিফোর ও দৈনিক তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি সৈয়দ রফিকুল ইসলাম শাওন। রাতে পত্রদূত অফিসে ফুলেল শুভেচ্ছা জানান সংকল্প নিউজের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীসহ সংকল্প নিউজ পরিবারের সদস্যরা। এসময় শুভাকাক্সক্ষীরা দৈনিক পত্রদূতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সাহসের সাথে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: