সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন

আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি টেকনাফের সাবেক ওসি প্রদীপের ফাঁসিসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আবারও মানববন্ধন করেছে ওসি প্রদীপের হাতে নির্যাতিতদের পরিবারবর্গ।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে টেকনাফের সর্বস্তরের জনগলের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। সেখানে ওসি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তাফা খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক ফরিদুল মোস্তাফা জানান, ওসি প্রদীপের ইয়াবা কারবারসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে ছয়টি মিথ্যা মামলা করা হয়। ওসি প্রদীপসহ এ মামলার সব আসামির ফাঁসির দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। ওই মামলার রায় আজ দুপুর ২ টার দিকে ঘোষনা হওয়ার কথা রয়েছে



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: