সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

কোনো দেশ উন্নতি করতে চাইলে যুক্তরাষ্ট্র পা টেনে ধরতে চায়: তথ্যমন্ত্রী

কোনো দেশ উন্নতি করতে চাইলে যুক্তরাষ্ট্র তাদের পা টেনে ধরতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।

তিনি বলেন, যারা মানবাধিকার দিয়ে পা টেনে ধরতে চায় তারা আগে নিজের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করুক।

সোমবার ( ৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ইসরায়েল যখন ফিলিস্তিনিদের ওপর ইটের বদলায় গুলি ছোড়ে তখন তারা কোনো কথা বলে না। তখন মানবাধিকার কোথায় থাকে। কোনো দেশ যখন উন্নত হতে চায়, তখন তারা (যুক্তরাষ্ট্র) তাদের পা টেনে ধরতে চায়। আমরা তা হতে দেবো না।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: