সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

‘ভাতের বিনিময়ে পড়াতে চাই’ সেই যুবক এখন পু’লিশের কাছে

‘দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ বগুড়ার সেই আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য পু’লিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জে’লা পু’লিশ সুপার সুদীপ কুমা’র চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

সুপার সুদীপ কুমা’র চক্রবর্তী জানিয়েছে, আলমগীর কবিরকে চাকরি দেওয়া হবে। তবে কোথায়, কোন পদে চাকরি দেওয়া হবে সেটা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, আলমগীর কবির নামের ওই যুবক বগুড়ার জহুরুল নগর এলাকার বিভিন্ন জায়গায় ‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এমন লেখা পোস্টার সাঁটিয়ে দেন।

এরপর তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজেও দেন। সেই পোস্টটি ভাই’রাল হয়। অন্যদিকে দেশি মিডিয়া ছাড়াও তার পোস্টটি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও নিউজ করা হয়।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: