শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

শার্শায় ভাগ্নের দায়ের আঘাতে মামা খুন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার অগ্রভুলোট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের দায়ের আঘাতে মামা মোঃ মুক্তার আলী (৬০) নিহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার সময় এ ঘটনা ঘটে। নিহত মুক্তার আলী অগ্রভুলোট গ্রামের মৃত: চাঁন্দ আলীর ছেলে। অগ্রভূলোট গ্রামে জমি নিয়ে বক্কর (৫৫) সাথে হত্যাকারী মোঃ মামুন (৩০) এর কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত মুক্তার আলী কথা বলতে গেলে আশপাশের লোকজন কিছু বুঝে উঠার আগেই হত্যাকারী মামুনের হাতে থাকা দায়ের কোপে ঘটনা স্থলেই মুক্তার আলীর মৃত্যু হয়। মামাকে হত্যার পর তারা ভারতে পালিয়ে যায় বলে জানা গেছে।

আহত বক্কর বলেন, আমি ট্রাক্টর চালিয়ে বাড়ি আসছিলাম। রাস্তায় আমার উপরে আক্রমন চালায় মামুন।আমার গাড়ির উপরে কোপ মারে মামুন। স্থানীয়রা ঠেকিয়ে দেওয়ার পর আমি বাড়ি চলে আসি।পরে মামুন মুক্তার ভাইয়ের বাড়িতে গিয়ে তার গলায় দা দিয়ে কোপ মারে এবং মুক্তার ঘটনাস্থলে মারা যায়।

এদিকে গোগা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, মামা ভাগ্নের কথা কাটাকাটি নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমরা শুনতে পেরেছি দুইজন ভারতে পালিয়ে গেছে।

নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান,বক্করের সাথে হত্যাকারী মামুনের জমি সংক্রান্ত নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মুক্তার আলী বক্করের পক্ষে কথা বলাতেই মামুনের হাতে থাকা দা দিয়ে মুক্তার আলী গলায় কোপ দেয় সাথে সাথে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হত্যার ঘটনায় দোষীদের দ্রুত সময়ের মধ্যে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: