রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

শর্তসাপেক্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রথম বর্ষের পরীক্ষা নভেম্বরে

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালে যেসব শিক্ষার্থী পরীক্ষা না দিয়ে শর্তসাপেক্ষে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছিলেন তাদের প্রথম বর্ষের অনার্স ফাইনাল পরীক্ষা নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যেসব শিক্ষার্থী আবেদন ফরম পূরণ করেছেন কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যথাসময়ে তাদের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি তাদের শর্তসাপেক্ষে অনার্স দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা হয়েছে। তবে বর্তমান করোনা পরিস্থিতি অপরিবর্তিত থাকলে ২০২০ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, এ পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: