রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

বিপুল পরিমাণ ইলিশ ও জাল জব্দ, ২২ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ১শ’ ৫০ কেজি ইলিশ, ১৩ লাখ মিটার সুতার জাল, দেড় লাখ মিটার কারেন্ট জাল এবং পাঁচটি ইঞ্জিনচালিত নৌকাসহ ২২ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মো. গিয়াস উদ্দিন জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব মাছ ও জাল জব্দ করা হয়।

মো. গিয়াস উদ্দিন বলেন, ‘আটক ২২ জেলের মধ্যে ১০ জনের নামে বাউফল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর ১২ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। দুপুরে জব্দ করা মাছ বিভিন্ন মাদ্রাসার এতিমখানার ছাত্রদের মাঝে বিতরণ করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।’

বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম ঝান্টা জানান, এ অভিযান অব্যাহত থাকবে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: