রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

‌‘বিদেশে থাকা সাইবার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

সিলেট প্রতিনিধি:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশে বসে অনেকে সাইবার ক্রাইম করছেন। এগুলো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার নবনির্মিত জুড়ী থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যারা বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন, আমরা বিষয়টি সেই দেশকে জানাচ্ছি। সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রমুখ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: