রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

ইরানের পারমাণবিক আলোচনা

আগামী ২৯ নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি সক্রিয় করার লক্ষ্যে বহুপাক্ষিক আলোচনা শুরু হবে। বুধবার ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি কানি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্ততাকারী এনরিক মোরার সঙ্গে এক টেলিফোন আলাপে এই তারিখ চূড়ান্ত হয়েছে।

গত সেপ্টেম্বরে তেহরানের মুখ্য আলোচক মনোনীত হন ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলি বাগেরি কানি। এক টুইট বার্তায় বলেন, ‘আমরা বেআইনি এবং অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় আলোচনা শুরু করতে সম্মত হয়েছি।’ ২০১৮ সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর একক নিষেধাজ্ঞা আরোপ করে। সেই দিকেই ইঙ্গিত করেন টুইট করেন কানি।

চুক্তিতে থেকে যাওয়া বাকি পক্ষগুলো-চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সঙ্গে ভিয়েনায় ছয় আলোচনা হয়। যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ওই আলোচনায় যুক্ত ছিলো। গত জুনে ওই আলোচনা শেষ হয়। তখন জানানো হয় ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব গ্রহণ করে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

নতুন করে আলোচনা শুরুর তারিখ নির্ধারণের কথা নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নও। তারা জানিয়েছে এই আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের পক্ষে সভাপতিত্ব করবেন এনরিক মোরা। ইউ এর তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে পারমাণবিক চুক্তিতে ফিরে আনার লক্ষ্যে অংশগ্রহণকারীরা আলোচনা চালিয়ে যাবে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: