রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

দেশে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৩

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯২৮ জনে দাঁড়িয়েছে। দেশে নতুন করে ২১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২২৩ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৬টি ল্যাবে ২০ হাজার ৭৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ৩৩টি। করোনা শনাক্তের হার এক দশমিক ০৩ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী দুইজনই নারী। এ নিয়ে ১০ হাজার ৫১ জন নারী করোনায় মারা গেছেন। আর পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৭৭ জন।

মৃত দুই নারীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তাঁদের বাড়ি ঢাকা বিভাগে। তাঁরা সরকারি হাসপাতালে মারা গেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: