সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

১১ ডিসেম্বর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন” উদযাপন হচ্ছে।

১৮ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘পুষ্টি কার্যক্রম বাস্তবায়নসংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় চার দিনব্যাপী সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই মোতাবেক জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমটি বাস্তবায়ন করে যাচ্ছে।

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের দুই লাখ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। —বিজ্ঞপ্তি



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: