শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

শার্শায় চলছে এক সপ্তাহ লকডাউন

শার্শা প্রতিনিধি: করোনা পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক যশোরের শার্শায় চলছে এক সপ্তাহ লকডাউন।

বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বাঁশ দিয়ে লকডাউন ব্যানার ঝুঁলিয়ে রাখা হয়েছে। অন্য কোন গ্রাম জেলা/উপজেলার মানুষ বেনাপোল সহ শার্শা উপজেলায় আসতে না পারে সেজন্য রাস্তায় কঠোর অবস্থানে দায়িত্ব পালন করছে হাইওয়ে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী।

রবিবার শার্শার লকডাউনের চতুর্থ দিনে সকল প্রকার গণপরিবহন, সিএনজি, ইজিবাইক,ভ্যান, মোটরসাইকেল, থ্রি হুইলার চলাচলে হাইওয়ে পুলিশের কঠোর নজরদারি দেখা গেছে। জরুরী প্রয়োজন ছাড়া হাইওয়ে সড়কে চলাচলকারী সকল যানবাহনকে রুখে দেওয়ার পাশাপাশি জরিমানার আওতায় আনা হচ্ছে। এসময় নাভারণ হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান, শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি বদরুল আলম সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

করোনা সংক্রমন দিনদিন বৃদ্ধি পাওয়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। লডকাউন বাস্তবায়ন উপলক্ষে আমরা জনগনকে সচেতন করছি। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ টহল এবং অবস্থান করছেন। অযথা ঘরের বাইরে কেউ বের হতে না পারে সেজন্য আমরা কাজ করছি।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: