বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

পাকিস্তানের প্রথম নারী বিচারপতি আয়েশা মালিক

পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি নিয়োগ পেয়েছেন আয়েশা মালিক।

১৯৪৭ সালে স্বাধীনতার পর মেধাবী ও খ্যাতিমান বিচারক হিসেবে পরিচিত আয়েশা মালিক প্রথম নারী হিসেবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতে নিয়োগ পেলেন। ডনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

আয়েশা মালিকের নিয়োগে অনেকে প্রশংসা করলেও বিরোধীতাও রয়েছে। এমনকি দেশটির সর্বোচ্চ আদালতে নারী বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত নিয়ে মতভেদ রয়েছে।

পাকিস্তান সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ আফ্রিদি বিচারপতি হিসেবে আয়েশা মালিককে নিয়োগ দেয়ায় দেশব্যাপী প্রতিবাদের ঘোষণা দিয়েছেন।

এর আগে, নয় সদস্যের জুডিসিয়াল কমিশনই গত বছর বিচারক হিসেবে আয়েশার নিয়োগ আটকে দেয়। গেল বৃহস্পতিবার ভোটাভুটিতেও তাদের চারজন আয়েশা মালিকের নিয়োগের বিপক্ষে ভোট দেন। এমনকি দেশটির অনেক আইনজীবী ও বিচারকও তার নিয়োগের বিরোধিতা করেন।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: