শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ভারতের পশ্চিমবঙ্গের মালদহে বিএসএফের গুলিতে আরিফুল ইসলাম ইসু (২৪) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) রাতে মালদহের হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নাঙলডাঙ্গা ও ইটাঘাঁটি গ্রামের মাঝে এ ঘটনা ঘটে।

আহত আরিফুল ইসলাম চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলার রুকুনপুর গ্রামের আব্দুল হামিদ কুড়হানের ছেলে। তার বাম পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি মালদহের হাসপাতালে চিকিৎসাধীন।

বিএসএফের দাবি, বুধবার গভীর রাতে একদল পাচারকারী নাঙ্গলডাঙ্গা ও ইটাঘাঁটির মাঝের সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিলেন। এসময় বিএসএফের ১৫৯ ব্যাটালিয়নের জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে। এসময় পাচারকারীদের একাংশ বিএসএফকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। বিএসএফ পাল্টা গুলি চালায়। এতে ওই পাচারকারী জখম হন। বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যান।

আহত যুবকের ভাই সারিফুল ইসলাম বলেন, ‘বুধবার সন্ধ্যায় গরু আনতে সীমান্তের ওপারে গিয়েছিলেন আমার ভাই আরিফুল ইসলাম। গতকাল আমরা শুনতে পাই বিএসএফের গুলিতে তিনি মারা গেছেন। তবে আজ সকাল থেকে শুনছি মারা যাননি, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে জানতে বিজিবির কাছে লোক পাঠিয়েছিলাম কিন্তু তারা সাড়া দিচ্ছেন না। একবার বলছেন আমরা গুলিবিদ্ধের বিষয়ে জানি, আবার বলছেন জানি না। আমরা কোনো কিনারা পাচ্ছি না ‘

এ বিষয়ে জানতে শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল কবির বলেন, ‘একজন যুবক মালদহে গুলিবিদ্ধ হয়েছেন। তার বাড়ি গোমস্তাপুর উপজেলায়। বর্তমানে তিনি মালদহের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।’



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: