রবিবার, মে ১৯, ২০২৪

দামুড়হুদায় প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করলেন ইউএনও রোকসানা মিতা

দামুড়হুদায় প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করলেন ইউএনও রোকসানা মিতা

দামুড়হুদায় প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন করলেন ইউএনও রোকসানা মিতা

ইমরান চুয়াডাঙ্গা অফিস: দামুড়হুদায় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। গতকাল শনিবার সকাল ১০টার সময় দামুড়হুদা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাসলিমা আক্তার এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান সরকার প্রাণী সম্পদ বিভাগকে বাংলাদেশে খুবই শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন। সরকার এই বিভাগকে অনেক সাহায্য সহযোগিতা করছেন। আত্মকর্মসংস্থান হিসাবে প্রাণী সম্পদ এখন বাংলাদেশে খুবই গুরুত্ব বহন করে। আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণে অপরিহার্য ভূমিকা পালন করে প্রাণী সম্পদ বিভাগ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তসলিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় অফিসার হারুন অর রসিদ।##



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: