রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

মঞ্চে আসছে দৃষ্টিপাতের ‘সে এক স্বপ্নের রাত’

একঝাঁক তরুণ নাট্য গেরিলার দল ‘দৃষ্টিপাত নাট্যদল’। ইতিমধ্যেই বেশ কিছু দর্শকপ্রিয় সাড়াজাগানো নাট্যপ্রযোজনা মঞ্চে এনে নন্দিত হয়েছে দলটি। করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে আবারও মঞ্চে ফিরছে তারা। আগামী (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হবে দলটির ২৫ তম প্রযোজনা, সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী নাটক ‘সে এক স্বপ্নের রাত’। এছাড়াও গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে প্রদর্শিত হবে নাটকটি। এ উপলক্ষে আগামী ১০ অক্টোবর শিল্পকলা একাডেমির মূল হলে এটি মঞ্চায়ন করা হবে। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন ড. খন্দকার তাজমি নূর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ড. খন্দকার তাজমি নূর, অধরা প্রিয়া, আব্দুল হালিম আজিজ, এসএম শাফায়েত, রজনীগন্ধা রফিক, মতিউর রহমান বাচ্চু। টানা মহড়ার মধ্যদিয়ে মঞ্চায়নের সব প্রস্তুতিও সেরে ফেলেছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে দল প্রধান আব্দুল হালিম আজিজ বলেন, আমরা বিশ্বাস করি দৃশ্য-অদৃশ্য দানবের তান্ডব যতই আসুক মানুষ তার নিজের শক্তিতে ঘুরে দাড়াবেই। অন্ধকার ভেদকরে আলোর প্রদীপ নিয়ে সুন্দরের পথ দেখাবেই। অনন্তের সেই সম্ভাবনা থেকেই মহামারীকে পেছনে ফেলে আবারও প্রাদ-প্রদীপের আলোতে এসে দাড়ালো দৃষ্টিপাত নাট্যদল। মানবিক মূল্যবোধ ও আত্মউপলদ্ধির এই পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের শ্রম স্বার্থক হবে।



Comments are Closed

error: Content is protected !!
%d bloggers like this: